বন্ধুর বিয়ে নিয়ে ফানি স্ট্যাটাস

বন্ধু, তোর স্বাধীনতার শেষ দিন, এবার থেকে “হ্যাঁ বউ” মোডে ঢুকে পড়!

আমার সিঙ্গেল থাকার পার্টনারটাই চলে গেল! এখন থেকে আমার হিংসার মানুষ তুই!

বিয়ে মানে “হ্যাঁ” বলে শুরু, আর “হ্যাঁ বউ” বলে শেষ। বিয়ের পর কতদিন টিকে থাকিস দেখি!

বন্ধু, তোর জন্য দোয়া করছি, যেন মাসে অন্তত একদিন নিজের পকেট বাঁচাতে পারিস।

এখন থেকে দেরি করে বের হবি না, নইলে ঘরে ঢোকার আগে হিসাব দিতে হবে!

বিয়ে মানে, তোর আলু ভর্তা-ডাল এখন শুধুই স্মৃতি।

বন্ধু, তুই এবার বউয়ের “রিসেন্ট কল লিস্ট” তে জায়গা পেলি! অভিনন্দন!

তুই যেদিন থেকে ‘আমি ঠিক’ বলবি, জানবো তখন তুই ভুল। কারণ বউ ঠিক।

বিয়ের পর তোর কাছে “না” শব্দটা কেবল ডিকশনারিতেই থাকবে!‍♂️

সিঙ্গেল জীবনের বাইক ছেড়ে এখন তুই সংসারের বাস ধরলি!

বন্ধুর বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস

তুই এখন থেকে সারাদিন শুনবি, “কেনো এভাবে করলি” আর বলবি, “ঠিক করব বউ!”

বন্ধু, তোর ইমোশন এখন থেকে দুই ভাগে ভাগ হবে— “বউ খুশি” আর “বউ অখুশি”।

এবার থেকে ঘুমানোর আগে “রিপোর্ট” দিতে হবে, যেন “কোথায় ছিলি, কী করলি”।

তুই এখন থেকে বউয়ের চোখে সংসারের মুরগি! রান্না করতে আর দেরি করিস না।

‍♂️ তোর বিয়ে মানে, এখন থেকে আমাদের সাথে আড্ডা দেওয়া “সর্বনাশ!” ঘোষিত হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top